তরোয়াল হাতে মোদীকে খুনের হুমকি! জনৈক মহম্মদ রসুল কাদ্দারের বিরুদ্ধে FIR
ODD বাংলা ডেস্ক:মহম্মদ রসুল কাদ্দারে নামে জনৈক ব্যক্তির বিরুদ্ধে বেঙ্গালুরুর ইয়াদগিরির সুরপুর থানায় FIR দায়ের করা হয়েছে। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় একটি বিতর্কিত ভিডিয়ো পোস্ট করে এই ব্যক্তি। যেখানে তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি দিতে শোনা যায়। সে জানায়, কংগ্রেস সরকার ক্ষমতায় এলে নিস্তার পাবেন না নরেন্দ্র মোদী। ৫০৫ (১) (বি), ২৫ (১) (বি) ধারায় FIR দায়ের করা হয়েছে মহম্মদ রসুল কাদ্দারের বিরুদ্ধে। এ ছাড়াও অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। অভিযুক্তের খোঁজে বেঙ্গালুরু এবং হায়দরাবাদের একাধিক ঠিকানায় তল্লাশিও শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, ভাইরাল ভিডিয়োতে মহম্মদ রসুল কাদ্দারের হাতে একটি তরোয়ালও দেখা গিয়েছে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ODD বাংলা। লোকসভা ভোটের আগে নানা রাজ্যে প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করছেন একাধিক জনসভা। এর মাঝেই এ হেন হুমকিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আগামী ১০ দিন দেশের বিভিন্ন প্রান্তে ঘুরবেন নমো। ১২টি রাজ্যে তাঁর সফর করার কথা রয়েছে। আগামী ১০ দিনে প্রধানমন্ত্রীর ২৯টি কর্মসূচি রয়েছে। মঙ্গলবার তেলঙ্গানায় একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।
Post a Comment