৫০ বছর বয়সে কন্যাসন্তানের জন্ম দিলেন মুখ্যমন্ত্রী
ODD বাংলা ডেস্ক: পঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা ভগবন্ত সিং মানের সংসারে এল নতুন অতিথি৷ ৫০ বছর বয়সি এই রাজনীতিক তৃতীয়বার বাবা হলেন৷ তাঁর স্ত্রী চিকিৎসক গুরপ্রীত কৌর বৃহস্পতিবার মোহালির এক হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন৷ সদ্যোজাত শিশু এবং মা সুস্থ আছেন৷এক্স হ্যান্ডল (পূর্বতন ট্যুইটার)-এ পঞ্জাব মুখ্যমন্ত্রী জানান,‘ঈশ্বর আমাদের কন্যাসন্তান উপহার দিয়েছেন৷ মা এবং সদ্যোজাত সন্তান দু’জনেই সুস্থ আছেন৷ ২০২২ সালের মার্চ মাসে পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ভগবন্ত সিং৷ তার ৪ মাস পর চণ্ডীগড়ে তিনি বিয়ে করেন গুরপ্রীতকে৷ চলতি বছর লুধিয়ানায় প্রজাতন্ত্র দিবসে বক্তৃতা দেওয়ার সময় আসন্ন পিতৃত্বের সুখবর জানান ভগবন্ত সিং মান৷ গর্ভস্থ ভ্রূণের লিঙ্গ নির্ধারণের পরীক্ষাকে চরম সমালোচনা করে তিনি বলেন, ‘‘আমার পরিবারেও মার্চমাসে একমুঠো খুশি আসতে চলেছে৷ আমার স্ত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা৷ আমরা শিশুর লিঙ্গ জানতে চাই না এবং ভবিষ্যতেও কোনওদিন জানতে চাইব না৷ এই ধরনের কাজ করা থেকে বিরত থাকার জন্য সকলের কাছে আবেদন করব৷’’
Post a Comment