লোকসভায় প্রার্থী হতে পারেন বাংলার ‘দিদি নম্বর ওয়ান’
ODD বাংলা ডেস্ক: লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী হতে পারেন রচনা বন্দ্যোপাধ্যায়। জোর জল্পনা চলছে রাজনৈতিক মহলে। তবে এখনই কিছু চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন রচনা। প্রসঙ্গত, কিছুদিন আগেই দিদি নম্বর ওয়ানের মঞ্চে শুটিং করতে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখানে দীর্ঘক্ষণ রচনার সঙ্গে তাঁর কথা হয়। তার আগেও কিন্তু নবান্নে একঘণ্টার একটা বৈঠক করেছিলেন দু’জনে। এদিকে সামনেই লোকসভা ভোট। এখনও সামনে আসেনি ঘাসফুল শিবিরের প্রার্থী তালিকা। কিন্তু, সেখানে যদি রচনার নাম থাকে তাহলে তা যে মমতার মাস্টারস্ট্রোক হবে তা বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত, দিদি নম্বর ওয়ানের মতো শো-এর জনপ্রিয়তা সর্বদাই তুঙ্গে থাকে গোটা রাজ্যে। সব বয়সী দর্শকের মধ্যে তুমুল জনপ্রিয়তা রয়েছে রচনার। রাজ্যের প্রান্তিক এলাকাতেও এই শো নিয়ে চর্চা দেখা যায়। গ্রামঞ্চলের, দুর্গম এলাকার বহু পরিশ্রমী মহিলাকেই এই শোতে এসে তাঁদের জীবন যন্ত্রণা, লড়াইয়ের কথা বলতে দেখা গিয়েছে। কেঁদে ভাসিয়েছে জনতা। রিলস ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার দৌলতে। সেখানে লোকসভা ভোটের মুখে রচনার হাত ধরে তৃণমূলের নতুন রচনা লেখার চেষ্টা যে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না।
Post a Comment