জন্মের আগেই সন্তানের নাম ঠিক করে ফেললেন রণবীর-দীপকা! সন্তানের নামের অর্থ কী জানেন?
ODD বাংলা ডেস্ক: ২৯ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে সুখবর দিয়েছন রণবীর সিং ও দীপিকা পাডুকোন। সেপ্টেম্বরেই দীপবীরের ঘরে আসছে নতুন অতিথি। মা-বাবা হতে চলেছেন সেই খবর শেয়ার করার পর ভক্তদের মাঝেও এসেছেন তারকা দম্পতি। সন্তানসম্বা স্ত্রীকে আগলে গাড়িতে তুলতে দেখা গেল কেয়ারিং হাজব্যান্ড রণবীর সিংকে। কিন্তু, এটা কী জানেন সন্তান আসার সুখবর দেওয়ার সঙ্গে সঙ্গে নামটাও ঠিক করে ফেলেছেন বলিউডের বাজিরাও। হবু সন্তানের কী নাম রাখলেন বড় পর্দার বাজিরাও-মস্তানি? আর সেই নামের অর্থই বা কী?প্রায় বছর খানেক আগেই বহবু সন্তানের নামকরণ করে ফেলেছিলেন সেলেব দম্পতি। রণবীর বলেছিলেন তাঁর একটা মেয়ে চাই। আর সন্তানের নাম রাখবেন সৌর্যবীর সিং। অভিনেতা খোলা মনে জানিয়েছিলেন, 'আমি তো নামের একটা লিস্ট তৈরি করছি। সন্তান হলে নাম রাখব সৌর্যবীর সিং।'সৌর্যবীর নামের অর্থ সাহসী। সংস্কৃত ভাষা থেকে এই নামের উৎপত্তি। ভারতের সম্মানজনক মিলিটারি অ্যাওয়ার্ড সৌর্য চক্র। সাহসকতার প্রতীক হিসাবে এই পুরস্কার প্রদান করা হয়। সেখান থেকেই বহু ভারতীয় তাঁদের সন্তানের নাম রাখেন সৌর্যবীর। সেপ্টেম্বরে রণবীর-দীপিকার ঘর আলো করে কে আসে, ছেলে না মেয়ে সেটার জন্য এখনও বেশ কয়েক মাস অপেক্ষা করতে হবে। সন্তানের নাম সত্যিই সৌর্যবীর রাখেন কিনা সেই উত্তরও মিলবে তখনই।
Post a Comment