অনন্ত-রাধিকার প্রাক্-বিবাহের অনুষ্ঠানে গান গাইতে কত টাকা নিচ্ছেন রিহানা
ODD বাংলা ডেস্ক: ধনকুবের আম্বানি পরিবারের বিয়ে মানেই এলাহি কাণ্ড। ছোট-বড় সব ধরনের উপলক্ষেই তাদের আয়োজনের কোনো খামতি থাকে না। আর এটা তো মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে বলে কথা। অনন্ত-রাধিকার বিয়েতে কোনো কমতি রাখতে চান না মুকেশ-নীতা আম্বানি। প্রাক্-বিবাহের আয়োজনে আমন্ত্রিত বিশ্বের বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে ধনকুবের, হলিউড-বলিউড এবং দক্ষিণের সিনেমাজগৎ কাঁপানো তারকারা। ১ থেকে ৩ মার্চ পর্যন্ত চলবে অনুষ্ঠান। আর এ আয়োজনে মঞ্চ মাতাবেন হলিউডের জনপ্রিয় পপ গায়িকা রিহানা।বৃহস্পতিবারই জামনগরে পৌঁছে গেছেন এই পপ সংগীতশিল্পী। বিমানবন্দর থেকে বেরিয়েই ক্যামেরার সামনে পোজ দিয়েছেন গায়িকা। যদিও অনুষ্ঠানে রিয়ানার গানের তালিকা প্রকাশ্যে আনেননি আয়োজকেরা। করা হচ্ছে, তাঁর জনপ্রিয় গান ‘ডায়মন্ড’ গেয়ে ভক্তদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে দেবেন গায়িকা। তবে আম্বানিদের কাছ থেকে ঠিক কত পারিশ্রমিক নিচ্ছেন সেটাই এখন টক অব দ্য টাউন। একটি সর্বভারতীয় সংবামাধ্যমসূত্রে খবর, স্টেজে গাওয়ার পারিশ্রমিক হিসেবে ৫২ কোটি টাকা নিচ্ছেন রিয়ানা। সাধারণত এমনই পারিশ্রমিক নিয়ে থাকেন এই পপ গায়িকা। তবে রিয়ানার পোশাক, স্টেজ ইকুইপমেন্টের সঙ্গে ব্যাকগ্রাউন্ড গায়কদের আনতেও প্রচুর অর্থ খরচ করতে হয়েছে আম্বানীদের। সবমিলে খরচ শত কোটি ছাড়িয়ে যাবে বলে মনে করছেন অনেকে। ভারতে পৌঁছাতে না পৌঁছাতেই রিহার্সেল শুরু করেন গায়িকা।
Post a Comment