হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শপিং মলের ছাদ!
ODD বাংলা ডেস্ক: দিল্লির শপিং মলে ছাদের একাংশ ভেঙে পড়ল। নিয়ম মেনে রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। তখনই ভেঙে পড়ে ছাদের একাংশ। দিল্লির বসন্তকুঞ্জের অ্যাম্বিয়েন্স শপিং মলে রবিবার গভীর রাতে এই কাণ্ড ঘটেছে। কেউ হতাহত হননি। ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আনন্দবাজার অনলাইন সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি। ভিডিয়োতে দেখা গিয়েছে, ছাদের অংশ ভেঙে পড়ছে এস্কালেটর এবং সিঁড়ির উপর। মলের তৃতীয় এবং চতুর্থ তলে পড়ে রয়েছে ভাঙা অংশ। সোমবার বন্ধ রাখা হয়েছে মল। মঙ্গলবার খোলা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।রবিবার রাত ১২টা ৪৭ মিনিট নাগাদ এস্কালেটরের কাছে ভেঙে পড়েছে ছাদের অংশ। কেউ আহত হননি। তদন্ত চলছে।
Post a Comment