টিকিট না পেয়ে অভিমানী রুদ্রনীল ঘোষ, বেরিয়ে গেলেন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে
ODD বাংলা ডেস্ক: দোলের দিন দলের একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন অভিনেতা রুদ্রনীল ঘোষ। এরপরেই তাঁকে নিয়ে চর্চা শুরু হয়েছে দলের অন্দরেই। উল্লেখযোগ্যভাবে, দোলের আগের দিন রাতেই প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। যেখানে নাম ছিল না রুদ্রনীল ঘোষের। যদিও এখনও চার কেন্দ্রে প্রার্থী দেয়নি বিজেপি। লোকসভা নির্বাচনের আগে তাঁর একাধিক দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে। তবে কি কোনও বড় রাজনৈতিক সিদ্ধান্ত নিতে চলেছেন এই অভিনেতা? এই বিষয়ে সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন রুদ্রনীল ঘোষ। তিনি বলেন, 'দলের একাধিক গ্রুপে যে যেমন করে পারছিল তাকে যুক্ত করছিল। এত ভিডিয়ো যে ফোনটা ভরে উঠেছিল। দোলের দিনটা ফাঁকা ছিলাম। তাই এই দিনই বাছায় করে কিছু গ্রুপ থেকে বেরিয়ে আসি। দলের ১০ থেকে ১১টা গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছি।'লোকসভায় বিজেপির এখনও পর্যন্ত প্রকাশিত প্রার্থী তালিকায় রুদ্রনীল ঘোষের নাম না থাকা প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘দল যা যা নির্দেশ দিয়েছে সেই মোতাবেক কাজ করেছি। ভবানীপুর কেন্দ্রের মতো কঠিন আসন থেকে লড়াই করেছি। স্বাভাবিকভাবেই লোকসভায় যাঁরা টিকিট পেয়েছেন তাঁদের মধ্যে যে থাকব সেই আশা কেন করব না বলুন! তবে দলের সিদ্ধান্ত সর্বোপরি। দল যাতে ভেবেছে প্রার্থী করেছে। আমার আশা ছিল। কিন্তু, টিকিট না পেয়ে দুঃখ হয়নি। অন্য দায়িত্বের জন্য হয়তো আমাকে ভাবা হয়েছে।'
Post a Comment