ব্রেন সার্জারির পর কেমন আছেন সদগুরু
ODD বাংলা ডেস্ক: অসুস্থ সদগুরু। দিল্লির এক নামী বেসরকারি হাসপাতালে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে। সদগুরুর ঈশা ফাউন্ডেশনের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, সম্প্রতি তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। এক প্রকার প্রাণ সংশয়ের পরিস্থিতি তৈরি হয়। এর কয়েক দিন পরই মস্তিষ্কের অস্ত্রোপচার হল তাঁর। জানা গিয়েছে সদগুরুর শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। এক্স হ্যান্ডেলে ঈশা ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছে, দ্রুত সুস্থ হয়ে উঠছেন সদগুরু। যে চিকিৎসকরা সদগুরুর অস্ত্রোপচার করেছিলেন তাঁরা জানাচ্ছেন ভাবনার থেকে দ্রুত সুস্থ হয়ে উঠেছেন তিনি।দিল্লির বেসরকারি হাসপাতালে সিনিয়র কনসালট্য়ান্ট নিউরোলজিস্ট চিকিৎসক বিনীত কুরি জানাচ্ছেন, বিগত প্রায় চার সপ্তাহ ধরে সদগুরু মাথার যন্ত্রণা অনুভব করছিলেন। মাঝেমধ্যেই প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছিল তাঁর। তবে বিষয়টিকে আমল দেননি তিনি। স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছিলেন। মাথায় যন্ত্রণা নিয়ে ৮ মার্চ শিবরাত্রির অনুষ্ঠানও করেন। এরপর ১৫ মার্চ যন্ত্রণা আরও বাড়ে। পৌঁছে যায় মারাত্মক পর্যায়ে। তখনই চিকিৎসকদের সঙ্গে কথা বলা হয়ে। তবে মাথায় তীব্র যন্ত্রণা নিয়েও কী ভাবে সব কাজ চালিয়ে যাচ্ছিলেন সদগুরু তা ভেবে কিছুটা অবাক চিকিৎসক কুরিও।
Post a Comment