মমতা বন্দ্যোপাধ্যায়কে 'মা সারদা'র সঙ্গে তুলনা!


ODD বাংলা ডেস্ক: মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সারদার সঙ্গে তুলনা। ভোট প্রচারে বেরিয়ে বিতর্কে জড়ালেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। বিজেপি সাংসদের প্রাক্তন স্ত্রীকে প্রবল কটাক্ষ করেছেন বিরোধীরা। বিগ্রেডের সভামঞ্চে নাম ঘোষণা হতেই তৃণমূল প্রার্থীরা প্রচারে ঝাঁপিয়েছেন। পিছিয়ে নেই বিষ্ণপুর লোকসভা আসনের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। বৃহস্পতিবার বাঁকুড়াপ ইন্দাসে পাট্টা বিতরণের একটি অনু্ষ্ঠানে যোগ দেন তিনি। সেখানেই বাম শাসনকাল নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। বলেন, “বাংলার মানুষ ৩৪ বছর বাম শাসনকালে কিছুই পায়নি। কেন্দ্র গত ১০ বছরে কিছু করেনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মা সারদার মতো দু হাত তুলে মানুষের পাশে রয়েছেন। মানুষের জন্য করে চলেছেন। ওনার চোখে হিন্দু-মুসলিম-শিখ সকলেই সমান। ধর্মের ভেদাভেদের রাজনীতি করেন না উনি।”সুজাতাকে পাগল বলে কটাক্ষ করেছেন সৌমিত্র। বলেন, “মা সারদা জগতের মা। সন্দেশখালি-সহ সারা রাজ্যের মা-বোনেরা এই প্রলাপের জবাব দেবেন। উনি পাগলের মতো বক্তব্য রাখছেন।” প্রসঙ্গত, এই প্রথম নয়। এর আগেও একাধিকবার বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন সুজাতা। ফের একই ঘটনার পুনরাবৃত্তি। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.