উত্তরবঙ্গ জুড়ে ঝড়ের তাণ্ডব! ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ এলাকা
ODD বাংলা ডেস্ক: কয়েক মিনিটের ঝড়ের তাণ্ডব। তাতেই, উত্তরবঙ্গের একাধিক এলাকা লন্ডভন্ড। কোচবিহার, আলিপুরদুয়ার সহ বিস্তীর্ণ এলাকায় ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা। এখনও পর্যন্ত জানা গিয়েছে, মোট চারজনের মৃত্যু হয়েছে। বাড়ি-ঘর ভেঙে পড়ে বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আগামীকাল, সোমবার জলপাইগুড়ি হাসপাতালে যাওয়ার কথা রয়েছে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দ্রুত উদ্ধার কার্য চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার কথা জানিয়েছে স্থানীয় জেলা প্রশাসন। এদিনের ঝড়ে ব্যাপক ক্ষতি হয় কোচবিহারের মাথাভাঙায়৷ প্রায় আধ ঘণ্টা স্থায়ী ছিল ঝড়, তাতেই লন্ডভন্ড হয়ে যায় কোচবিহার ২ ব্লক ও মাথাভাঙা ১ ব্লকের বিভিন্ন এলাকা। মাথাভাঙ্গার কুর্শামারি, পচাগড় এলাকায় তিন গ্রামবাসী আহত হয়েছেন। আহতরা মাথাভাঙা হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ জানা গিয়েছে, বড় গাছ পড়ে ভেঙে যায় একাধিক বাড়ি । বিভিন্ন গ্রামে বিদ্যুৎ এর খুঁটি উপড়ে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ আহত গ্রামবাসী কেশব বর্মন বলেন বিকেলের ঝড়ে একাধিক গ্রামে উড়ে গেছে টিনের চাল। বিশালাকার গাছ পড়ে গিয়ে গ্রামে চলাচলের রাস্তায় যাতায়াত বন্ধ হয়ে যায়। তার ঘর ভেঙ্গে যায় গাছ পড়ে। তিনি তখন ঘরেই ছিল। মাথায় চোট পেয়েছেন তিনি। পরে মাথাভাঙা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়েছেন৷
Post a Comment