বৃহস্পতিতেও দিনভর বৃষ্টি, দুর্যোগ কমবে কবে? কী আপডেট হাওয়া অফিসের
ODD বাংলা ডেস্ক: বুধবার থেকে মেঘলা আকাশ। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার দিনভর মেঘলা থাকবে আকাশ। বৃষ্টি হতে পারে শনিবার। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার কলকাতাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনভর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। রাতের দিকে বৃষ্টিপাতের জন্য তাপমাত্রা কমতে পারে পাঁচ ডিগ্রি সেলসিয়াস মতো। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ওদিকে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। শনিবার অরুণাচল প্রদেশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সিকিমেও হতে পারে তুষারপাত। শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে।
Post a Comment