পুরীর জগন্নাথ মন্দিরে অঘটন, আচমকাই ভেঙে পড়ল মন্দিরের ছাদের স্টোন স্ল্যাব!
ODD বাংলা ডেস্ক: জগন্নাথধামে ফের অঘটন! ভেঙে পড়ল মন্দিরের ভিতরের একটি স্টোন স্ল্যাব। শনিবার সকালে ভক্তদের ভিড়ে ঠাসা পুরীর জগন্নাথ মন্দিরের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, আচমকাই মন্দিরের ভিতরের অংশের একটি বড় স্টোন স্ল্যাব ভেঙে পড়ে। এর জেরে পাশের একটি অংশেরও ক্ষতি হয়েছে। মন্দির সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বরহ মন্দিরে। কমপ্লেক্সের ভিতর একাদশী মন্দিরের ছাদ থেকে এই স্টোন স্ল্যাব খসে পড়ে। সে সময় প্রচুর সংখ্যক ভক্ত ছিলেন জগন্নাথধামে। তবে কারও কোনও চোট আঘাত লাগেনি বলেই খবর। ইতিমধ্যেই স্টোন স্ল্যাবের সেই ভেঙে পড়া অংশ সংগ্রহ করে মন্দির কর্তৃপক্ষের তরফে ASI-এর হাতে তুলে দেওয়া হয়েছে। বরহ এই মন্দির বিমলা মন্দিরের দক্ষিণ প্রান্তে অবস্থিত। দ্বাদশ শতাব্দীর এই মন্দিরে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগের পক্ষ থেকে সবেমাত্র মেরামতির কাজ শেষ হয়েছিল।
Post a Comment