স্কুলে বসেই মদ্যপান শিক্ষকের, মদ্যপ অবস্থায় নিলেন ক্লাসও!
ODD বাংলা ডেস্ক: স্কুলে মিড ডে মিল চলছিল। বাচ্চারা সেই খাবার খেতে ব্যস্ত। অন্য দিকে, বন্ধুকে নিয়ে স্কুলের মধ্যেই মদের আসর বসালেন এক শিক্ষক। তার পর টলমলে পায়ে ক্লাসও করাতে গেলেন। ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় গ্রামবাসীদের মধ্যে। তেলঙ্গনার মাঞ্চেরিয়াল জেলার একটি সরকারি স্কুলের শিক্ষক এস রাজুর বিরুদ্ধেই অভিযোগ উঠল। সংবাদমাধ্যম সূত্রে খবর, ২৯ ফেব্রুয়ারি মিড ডে মিল চলাকালীন বন্ধুকে নিয়ে তিনি একটি ক্লাসরুমে বসে মদ খান বলেই অভিযোগ। অন্যান্য শিক্ষকেরা হাতেনাতে তাঁকে ধরে ফেলেন। ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, দু’জন ক্লাসরুমে বসে মদ্যপান করছেন। তাঁদের ঘিরে কয়েক জন দাঁড়িয়ে রয়েছেন। যদিও রাজু মদ খাওয়ার অভিযোগ অস্বীকার করেন। পরে মত্ত অবস্থায় রাজু ক্লাসও নিয়েছেন বলে জানান তাঁর সহকর্মীরা। পড়ুয়ারা হতবাক। অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নিয়েছে জেলা স্কুল দফতর। অভিযুক্তকে সাসপেন্ড করা হয়েছে, বলে খবর।
Post a Comment