মার্চেই হবে গলদঘর্ম পরিস্থিতি, আবহাওয়া নিয়ে বড় আপডেট

ODD বাংলা ডেস্ক:  আবহাওয়ার মতি-গতি নিয়ে প্রশ্ন উঠছে বারবার। কিন্তু, এবার কিছুটা স্বস্তির খবর শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার পর্যন্ত খুব সামান্য কমতে পারে তাপমাত্রার পারদ। সকাল-সন্ধ্যা মনোরম আবহাওয়া থাকবে। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়বে গরম। শুক্রবারের পর ফের তাপমাত্রা বাড়তে পারে। আপাতত রাজ্যে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। মূলত শুষ্ক আবহাওয়া। দু'দিন উত্তর পশ্চিমি হাওয়া বইতে পারে। উল্লেখযোগ্য পরিবর্তন নেই তাপমাত্রার। উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হতে পারে হালকা বৃষ্টিপাত। শুক্রবার থেকে বাড়বে কলকাতার তাপমাত্রা। সকালে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে গরম। দিনভর পরিষ্কার থাকবে আকাশ। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার সেভাবে উল্লেখযোগ্য কোনও বদল নেই। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৪ শতাংশ এবং সর্বনিম্ন ৩৮ শতাংশ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা উত্তর-পশ্চিমি হাওয়া বইবার সম্ভাবনা। হালকা-শীতল হাওয়ায় খুব সামান্য হলেও তাপমাত্রা নামবে। তবে আগামী ৪৮ ঘণ্টায় সেভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উল্লেখযোগ্য কোনও বদল নেই। শুক্রবারের পর ফের সামান্য বাড়বে তাপমাত্রা। সপ্তাহের শেষে বেশ কিছুটা তাপমাত্রা বাড়তে পারে। আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। কাল সন্ধ্যা মনোরম আবহাওয়া থাকতে পারে আগামী শুক্রবার পর্যন্ত। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.