আছড়ে পড়বে ঝড়বৃষ্টি, কী বলছে হাওয়া অফিস
ODD বাংলা ডেস্ক: রবিবার সকালেও হালকা শীতের আমেজ। রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। মনোরম পরিবেশ। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে বৃহস্পতি এবং শুক্রবার। আপাতত পরিস্কার আকাশ। উত্তরবঙ্গের দার্জিলিংয়ে খুব হালকা বৃষ্টির পূর্বাভাস। বুধবার আবহাওয়ার পরিবর্তন দক্ষিণবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে। মালদা ও দিনাজপুরে বৃষ্টির পূর্বাভাস। দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা ক্রমশ বাড়বে। আগামী সপ্তাহে পারদ বেশ খানিকটা চড়তে পারে। শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। আগামীকাল থেকে সেই সম্ভাবনা কমবে। ফের আগামী সপ্তাহে পশ্চিমে ঝঞ্ঝা পাস করার সময় হালকা বৃষ্টির সম্ভাবনা। পূবালি হাওয়া ও পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে বুধবার উত্তরবঙ্গে ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার রাজ্যে হাওয়া বদল হতে পারে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ১৪ই মার্চ মেঘলা আকাশ, কোথাও আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। কলকাতা রাতের তাপমাত্রা আরও একটু কমলো। দিনভর পরিষ্কার আকাশ। বেলা বাড়লে গরম বাড়বে। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রায় কোন উল্লেখযোগ্য পরিবর্তন নেই। সকালে হালকা শীতের আমেজ সঙ্গে মনোরম পরিবেশ। বেলা বাড়লে গরম বাড়বে।
Post a Comment