সপ্তাহের শুরুতেই আসছে ঝেঁপে বৃষ্টি, কেমন থাকবে আবহাওয়া?
ODD বাংলা ডেস্ক: সপ্তাহের শুরুতে ফের বৃষ্টিপাতের পূর্বাভাস।শহর কলকাতায় আজ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৩৫ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। মঙ্গলবার বিকেলের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে। বুধবার থেকে ক্রমাগত বাড়বে তাপমাত্রা। দমকা ঝোড়ো হাওয়া এবং মেঘলা আকাশের জেরে কাল রাতের তাপমাত্রা ২৪.৫ থেকে কমে ২২.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ রাতে ৪৩ শতাংশ এবং দিনে ৯৩ শতাংশ। পাশাপাশি নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম-সহ দক্ষিণের কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। বাকি জেলাগুলোতেও আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে দমকা হাওয়া। মেঘলা আকাশ ও বৃষ্টির হাত ধরে তাপমাত্রা স্বাভাবিকের কিছুটা নিচে। দু একটি জেলায় দমকা হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা। হাওয়ার সম্ভাব্য গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার। বৃষ্টির প্রভাব কেটে গেলে বুধবার থেকে পারদের লাগাতার উত্থান। উত্তরবঙ্গে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। বৃষ্টি শিলা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পার্বত্য এলাকায়।
Post a Comment