আজ বিকেলে বিরাট পরিবর্তন আবহাওয়ার, ৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া
ODD বাংলা ডেস্ক: প্রকৃতিতে লেগেছে বসন্তের ছোঁয়া। তবু বৃষ্টি পিছু ছাড়ছে না। এবছর গরম বাড়বে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। মার্চ মাসে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এপ্রিল ও মে মাসে চড়বে পারদ দেশের বেশ কিছু রাজ্যে। অন্যদিকে, সিকিম ও অরুণাচল প্রদেশে রয়েছে তুষারপাতের সম্ভাবনা। বিহার ও ঝাড়খণ্ডেও শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে।আজ উত্তরবঙ্গে ও আগামিকাল দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া পূর্বাভাস রয়েছে। রাজ্যের বেশ কিছু জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে বইতে পারে হালকা ঝোড়ো হাওয়া। হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার।পাশাপাশি দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।উত্তরবঙ্গের আজ বৃষ্টি বাড়তে পারে। সিকিম ও অরুণাচল প্রদেশে তুষারপাতের আশঙ্কা। দার্জিলিংয়ের কিছু পার্বত্য এলাকায় হালকা তুষারপাত হতে পারে। বৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পার্বত্য এলাকাতে।রবিবার বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে। উত্তরবঙ্গের বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
Post a Comment