আধারকার্ড না থাকলে কি ভোট দিতে পারবেন না? বড় সিদ্ধান্ত কমিশনের


ODD বাংলা ডেস্ক: সম্প্রতি রাজ্যের বহু জেলায় অনেক মানুষের  আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। আধার না থাকলে সরকারি পরিষেবা পাওয়া-সহ একাধিক বিষয় সমস্যা হবে বলে আশঙ্কায় ভুগছেন তাঁরা। এই পরিস্থিতিতে ভোট নিয়ে বড় ঘোষণা করল নির্বাচন কমিশন। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনের ঘোষণা, আধার না থাকলেও ভোট দিতে কোনও সমস্যা হবে না। বিকল্প পরিচয়পত্র দেখিয়ে দেওয়া যাবে ভোট। সোমবার সর্বদল বৈঠকের পর মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, আধার কার্ড না থাকলেও একাধিক বিকল্প পরিচয়পত্র ব্যবহার করা যাবে ভোট দেওয়ার জন্য। পাশাপাশি এদিন সাংবাদিক বৈঠকে কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বাংলায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে যা যা পদক্ষেপ নেওয়ার, সব করবে কমিশন।সাংবাদিক বৈঠক থেকে নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, ”সর্বদল বৈঠকে একাধিক রাজনৈতিক দলের কাছ থেকে আমাদের কাছে প্রস্তাব আসে, ভোট দিতে আধার কার্ডের বিকল্প ব্যবস্থা রাখার জন্য।” সে প্রসঙ্গে কমিশনার জানান, “ভোট দেওয়ার জন্য আধার কার্ডই লাগবে এমন কোনও বিষয় নেই। ভোটার স্লিপ ৫ থেকে ৬ দিন আগে পেয়ে যাবেন ভোটাররা। যদি কারও আধার কার্ড না থাকে তাহলেও তিনি ভোট দিতে পারবেন। যাঁদের ভোটার কার্ড নেই, তাঁদের কাছে আরও ১২ থেকে ১৩ রকমের ডকুমেন্ট আছে। সেই সব দেখিয়েই ভোট দেওয়া যাবে। আধার বাধ্যতামূলক নয়। যদি ভোটার স্লিপ না থাকে তাহলেও ওই একই ডকুমেন্ট দেখিয়ে ভোট দেওয়া যাবে।” 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.