কলকাতায় সোনার দাম ৭২,২০৩ টাকা, ভারতে রেকর্ড দাম বাড়ল সোনা-রুপোর

ODD বাংলা ডেস্ক: ভারতের ইতিহাসে সবথেকে দামি হয়ে গেল সোনা এবং রুপো। নয়া রেকর্ড ছুঁয়ে ফেলল দুই ধাতু। কলকাতায় একই অবস্থা হয়েছে। ৭২,০০০ টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে সোনা। রুপো ছাড়িয়েছে ৮০,০০০ টাকার গণ্ডি। কলকাতায় রেকর্ড গড়ল সোনা। কলকাতায় প্রথমবার ১০ গ্রাম পাকা খুচরো সোনার (২৪ ক্যারাট) দাম ৭০,০০০ টাকার গণ্ডি পেরিয়ে গেল। আজ কলকাতার বাজারে ১০ গ্রাম পাকা খুচরো সোনার দাম পড়ছে ৭০,১০০ টাকা। সঙ্গে জিএসটি যুক্ত হচ্ছে। অর্থাৎ কেউ যদি ১০ গ্রাম পাকা খুচরো সোনা কিনতে চান, তাহলে জিএসটি মিলিয়ে ৭২,২০৩ টাকা খরচ পড়বে। কলকাতার বাজারে যে স্তরে আগে কখনও পৌঁছায়নি ১০ গ্রাম পাকা খুচরো সোনা।বৃহস্পতিবার কলকাতার খুচরো বাজারে ১০ গ্রাম হলমার্ক সোনার গয়নার (২২ ক্যারাট) দাম ৬৬,৬৫০ টাকা পড়ছে। সেটার সঙ্গেও জিএসটি যোগ করতে হবে। আর জিএসটি যোগ করলে ১০ গ্রাম হলমার্ক সোনার গয়না কিনতে খরচ পড়বে ৬৮,৬৪৯.৫ টাকা। সেটাও কলকাতার বাজারে রেকর্ড। আর বেশিরভাগ মানুষই হলমার্ক সোনা কিনে থাকেন।কলকাতার বাজারে রুপোর দামও ৮০,০০০ টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। এমনিতে কলকাতা খুচরো বাজারে এক কিলোগ্রাম রুপোর বাটের দাম ৭৭,৬৫০ টাকা হয়েছে। এক কিলোগ্রাম খুচরো রুপোর দাম পড়ছে ৭৭,৭৫০ টাকা। জিএসটি যোগ করলে এক কিলোগ্রাম খুচরো রুপোর দাম ৮০,০০০ টাকা পেরিয়ে যাচ্ছে।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.