মুসলিম দেশে হিন্দু মন্দিরে এক মাসেই দর্শনার্থীর সংখ্যা সাড়ে তিন লাখ

ODD বাংলা ডেস্ক: চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি আবুধাবিতে বোচসনবাসি অক্ষর পুরুষোত্তম স্বামীনরায়ণ সংস্থা বা বিএপিএস সোসাইটি নির্মিত বিশাল হিন্দু মন্দিরের উদ্বোধন করেন। তারপরই ১ মার্চ থেকে মন্দির খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। দর্শনার্থীদের জন্য মন্দির খোলার এক মাসের মধ্যেই রেকর্ড করল মুসলিম দেশের এই একমাত্র হিন্দু মন্দির। পরিসংখ্যান অনুযায়ী, আবু ধাবিতে অবস্থিত এই হিন্দু মন্দিরে এক মাসে সাড়ে তিন লাখ দর্শনার্থী এসেছেন। প্রথম মাসেই সাড়ে তিন লাখ দর্শনার্থীদের উপস্থিতি এই হিন্দু মন্দিরটিকে রেকর্ড করতে বাধ্য করেছে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, ১ মার্চ মন্দির উদ্বোধনের পর থেকে প্রত্যেক সপ্তাহ শেষে দেখা গেছে ৫০ হাজার দর্শনার্থী মন্দির দর্শনে এসেছেন। এটি মন্দিরটি প্রত্যেক সোমবার দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়। অর্থাৎ মার্চ মাসের ৩১ দিনের মধ্যে মাত্র ২৭ দিনের জন্য মন্দিরটি সাধারণ দর্শনার্থীদের জন্য খোলা ছিল। আর তাতেই রেকর্ড গড়েছে মন্দিরটি। প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় স্বামীনারায়ণ ঘাটের তীরে সাড়ে সাতটার সময় গঙ্গা আরি করা হয়, যা ভারত থেকে নিয়ে আসা গঙ্গা এবং যমুনার পবিত্র জল ব্যবহার করে তৈরি করা হয় বলে মন্দির সূত্রে জানা গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.