২ বছর স্বামীর সঙ্গে সম্পর্ক নেই, ডিভোর্স চেয়ে আদালতের দ্বারস্থ ঐশ্বর্য
ODD বাংলা ডেস্ক: আদালতে ছুটলেন ঐশ্বর্য। রজনীকান্তের কন্যা এবং অভিনেতা-পরিচালক ধনুশ সম্প্রতি চেন্নাই পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। দম্পতির ঘনিষ্ঠ সূত্র ইন্ডিয়া টুডে-কে জানিয়েছে যে তারা 13 বি ধারার অধীনে পিটিশন দাখিল করেছেন। পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদ হবে বলেই জানা গিয়েছে। দু’জনেই ২০২২ সালের জানুয়ারিতে তাঁদের বিচ্ছেদের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। সেই সময়ে, তাঁদের ঘোষণা তাঁদের অনুগামীদের জন্য একটি বিশাল ধাক্কা হয়ে উঠেছিল। প্রায় দেড় বছর পর দু’জনে পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন। শীঘ্রই তাঁদের মামলার শুনানি হবে। গত দুই বছর ধরে দু’জনে আলাদা থাকছেন। ঘোষণার পর তাঁদের ছেলেদের জন্য স্কুলের অনুষ্ঠানেও একসঙ্গে দেখা গিয়েছে। বিবৃতিতে লেখা হয়েছে, ‘বন্ধু, দম্পতি, বাবা-মা এবং একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসাবে ১৮ বছরের একসঙ্গে পা চলা। তাঁদের এই জার্নি বোঝাপড়া, মানিয়ে নেওয়ার মধ্যে চলছিল। আজ আমরা এমন একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেখানে আমাদের পথ আলাদা। ঐশ্বর্য এবং আমি দম্পতি হিসাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং আরও ভালোভাবে বাঁচার জন্য ব্যক্তি হিসাবে আমাদের বোঝার জন্য সময় নিন।’
Post a Comment