নামী ব্র্যান্ডের হেডফোন ব্যবহার করেন?প্রকাশ্যে এল বিরাট কেলেঙ্কারি, বিপদে লক্ষাধিক গ্রাহক
ODD বাংলা ডেস্ক: হেডফোন, ইয়ারফোন অথবা ইয়ারপড৷ ভারতের বাজারে এই ধরনের অডিও ডিভাইসের ক্ষেত্রে অত্যন্ত জনপ্রিয় ব্র্যান্ড বোট৷ সাধ্যের মধ্যে ভাল মানের অডিও ডিভাইসের জন্য সুনাম রয়েছে সংস্থাটির৷ ভারতে প্রায় ৭৫ লক্ষ গ্রাহক রয়েছে বোট-এর৷ কিন্তু এবার বোট-এর লক্ষ লক্ষ গ্রাহকের জন্য চরম দুঃসংবাদ৷ জানা গিয়েছে, বোট-এর কাছে থাকা তাদের গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গিয়েছে৷ শুধু তাই নয়, খুবই সস্তায় সেই ফোন নম্বর, ই মেল আইডি এমন কি বাড়ির ঠিকানা সহ সেই সমস্ত তথ্যই ডার্ক ওয়েবে নাম মাত্র দামে বিক্রি করা হচ্ছে৷ ফোর্বস-এর একটি রিপোর্টেই এই দাবি করা হয়েছে৷ ওই রিপোর্টে বলা হয়েছে, শপিফাই গাই নামে এক হ্যাকার বোট-এর কাছে থাকা তাদের গ্রাহকদের এই তথ্য চুরি করেছে৷ সবমিলিয়ে বোট-এর প্রায় ২ জিবি তথ্য হাতিয়ে নিয়েছে ওই হ্যাকার৷ বোট-এর গ্রাহকদের ফোন নম্বর, ই মেল আইডি ব্যবহার করে তাঁদের ফোন থেকে আরও ব্যক্তিগত তথ্য চুরির চেষ্টা হতে পারে৷ এমন কি, আর্থিক প্রতারণার চেষ্টাও করা হতে পারে৷ এই ধরনের প্রতারণার উদ্দেশ্যে হ্যাকাররা ফোন করে বিভিন্ন ধরনের ভুয়ো ওয়েবসাইটে ক্লিক করা অথবা অ্যাপ ডাউনলোড করার কথা বলতে পারে৷ ভুয়ো ওয়েবসাইট অথবা অ্যাপ ইনস্টল করার লিঙ্ক পাঠিয়ে টাকা হাতিয়ে নেওয়ার মতো অপরাধের ঘটনা আজকাল প্রতিনিয়তই শোনা যায়৷
Post a Comment