বিমানবন্দরে পরমাণু বোমায় বিস্ফোরণের হুমকি! আতঙ্কে হুুড়োহুড়ি
ODD বাংলা ডেস্ক: পরমাণু বোমা বিস্ফোরণে দিল্লি বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি। হুমকি বার্তা পেতেই আতঙ্ক ছড়িয়েছে। সোমবার, ৮ এপ্রিল দিল্লি পুলিশ সূত্রে খবর এমনটাই। হুমকি বার্তা পেতেই বাড়তি সতর্কতা। দিল্লির IGI বিমানবন্দরে বিমানে ওঠার আগে যাত্রীদের মালপত্রে তল্লাশি চালানো হচ্ছিল। পরীক্ষা করে দেখা হচ্ছিল যাত্রীদেরও। সেই সময় দুই যাত্রী পারমাণবিক বোমা মেরে দিল্লি বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দেন নিরাপত্তাকর্মীরাদের। এরপর বিমাবন্দরে হইচই পড়ে যায়।পুলিশের তরফে জানানো হয়েছে, বিমানবন্দরে পারমাণবিক বোমা হামলার হুমকি দেওয়ার অভিযোগে দুই যাত্রীকেই গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় FIR নথিভুক্ত হয়েছে। তবে বোমা হামলার হুমকি বার্তা পাওয়ার পর বাড়তি সতর্ক দিল্লি পুলিশ। উল্লেখ্য, IGI বিমানবন্দর দেশের ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে একটি। এই বিমানবন্দর বিশ্বের একাধিক বড় শহরের সঙ্গে রাজধানীকে সংযুক্ত করেছে।
Post a Comment