হোয়াটস্‌অ্যাপ কলে প্রতারণার ফাঁদ! কিছু নম্বর নিয়ে সতর্ক করে নির্দেশিকা কেন্দ্রের

ODD বাংলা ডেস্ক: হোয়াটস্‌অ্যাপ কল করে গ্রাহকের মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া হবে!- এমনই হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ। এই নিয়ে সতর্ক করে নির্দেশিকা জারি করল যোগাযোগ মন্ত্রকের অধীনে থাকা টেলিকমিউনিকেশন বিভাগ (ডিওটি)। নির্দেশিকায় জানানো হয়েছে, ডিওটির নাম করেই সেই কল করা হচ্ছে গ্রাহকদের। এই নিয়ে গ্রাহকদের সাবধান করল কেন্দ্র। প্রয়োজনে অভিযোগ জানাতেও।কেন্দ্রের নির্দেশিকায় বিদেশি নম্বর থেকে আসা ফোনের বিষয়েও সাবধান করা হয়েছে। সেই নম্বর শুরু হয়েছে ৯২ দিয়ে। সেখান থেকে ফোন করে সরকারি আধিকারিক সেজে প্রতারণার অভিযোগ উঠেছে। আর এরপরই সক্রিয় কেন্দ্র। টেলিকম মন্ত্রক জানিয়েছে, ভুয়ো কল করে গ্রাহকদের থেকে ব্যক্তিগত তথ্য হাতানোর চেষ্টা হয়েছে। তা করে টাকা আদায়েরও অভিযোগ উঠেছে। নির্দেশিকায় জানানো হয়েছে, টেলিকমিউনিকেশন বিভাগ কখনওই এ ধরনের ফোন করার জন্য কাউকে নিয়োগ করে না। তাই ব্যক্তিগত তথ্য দিতে বারণ করেছে গ্রাহকদের। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.