ফের শিরোনামে কলকাতা বিমানবন্দর, যাত্রীর কাছে উদ্ধার কোটি টাকার সোনা

ODD বাংলা ডেস্ক: ফের শিরোনামে কলকাতা বিমানবন্দর। এবার যাত্রীর কাছ থেকে সোনা উদ্ধারের ঘটনায় ছড়াল চাঞ্চল্য। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে উদ্ধার করা হল ১.৪০১ গ্রাম সোনা, যার বাজার মূল্য ১ কোটি ২৯ হাজার ৭৪ টাকা। জানা গিয়েছে, গতকাল সকাল ৭.২৯ মিনিটে দুবাই থেকে কলকাতা আসা এমিরেটের ইকে ৫৭০ বিমানটি বিমানবন্দরে অবতরণ করে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ডাইরেক্টরেট রেভিনিউ ইন্টালিজেন্স-এর আধিকারিকেরা ভারতীয় যাত্রী মহম্মদ মহসিন মেহমুদ আলমকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। পরবর্তী সময় তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ১. ৪০১ গ্রাম সোনা উদ্ধার করা হয়। ভারতীয় মুদ্রায় যার দাম ১ কোটি ২৯ হাজার ৭৪ টাকা। এরপরেই ডাইরেক্টরেট রেভিনিউ ইন্টালিজেন্সের আধিকারিকরা ওই যাত্রীকে গ্রেফতার করেন। পাশাপাশি তাঁর কাছ থেকে পাওয়া ওই সোনাও বাজেয়াপ্ত করা হয়েছে। এর আগে গতবছর অগাস্ট মাসে পেস্টের আকারে পায়ুদ্বারের ভিতরে লুকিয়ে সোনা পাচার করার সময়ে হাতেনাতে ধরা পড়ে যান এক মহিলা বিমানযাত্রী। একই সঙ্গে বিদেশ থেকে কলকাতায় আসা অন্য এক পুরুষ যাত্রীর প্যান্টের পকেট থেকেও উদ্ধার হয় আরও আধ কিলো সোনার পেস্ট। উদ্ধার হওয়া সেই সোনার বাজারমূল্য ছিল ৫৫ লাখ টাকারও বেশি। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.