মহাকাশ থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী থাকবে আদিত্য-এল১
ODD বাংলা ডেস্ক: নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে নিজের মতোই কাজ করছে ভারতের নিজস্ব সূর্যযান আদিত্য এল১। এবার আরও এক কাজ করবে আদিত্য এল১। সোমবার সূর্যগ্রহণ। তবে ভারত থেকে দেখা যাবে না গ্রহণ। আর সেই আক্ষেপ মেটাবে ভারতের সূর্যযান। 'প্রত্যক্ষদর্শী' আদিত্য-এল১ মহাকাশ থেকে সূর্যগ্রহণের প্রতি মুহূর্ত নিজের ক্যামেরায় বন্দি করবে। গ্রহণের সময় সূর্যের প্রকৃতির দিকে খেয়াল রাখবে এই মহাকাশযান।৮ এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। উত্তর আমেরিকার বিস্তীর্ণ এলাকা থেকে দেখে যাবে গ্রহণ। এই গ্রহণের বিশেষত্বও রয়েছে। ৮ এপ্রিলের সূর্যগ্রহণ হতে চলে বিগত ৫০ বছরের দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। চাঁদের ছায়ায় এদিন টানা চার মিনিট ঢেকে থাকবে। গ্রহণের এই সময়কালে সূর্য টানা চার মিনিট আড়ালে চলে যাবে। এই সময় সূর্যের মাঝখানের গোল অংশ দেখা যাবে না। শুধুমাত্র বাইরের গোল আংটির মতো অংশ (রিং অফ ফায়ার) দেখা যাবে।
Post a Comment