ধর্মতলায় মেট্রো মলের উপর বাজ পড়ে বিপত্তি, অল্পের জন্য রক্ষা

ODD বাংলা ডেস্ক: সাময়িক ঝড়ে লন্ডভন্ড অবস্থা জেলার। তিন জেলায় মারা গিয়েছেন তিন জন। শহর কলকাতাতেও বজ্রপাতে বিপত্তি। কলকাতার ধর্মতলায় মেট্রো মলের উপর বাজ পড়ে বিপত্তি বাধে। বাজ পড়ে ভেঙে গিয়েছে স্তম্ভের একাংশ। সেই ভাঙা অংশ উপর থেকে ছিটকে পড়ে রাস্তায়। অল্পের জন্য রক্ষা পান স্থানীয় ব্যবসায়ী এবং পথচারীরা। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পর পর বেশ কয়েক দিন তীব্র দাবদাহের পর, রবিবার সকাল থেকেই ভার ছিল আকাশের মুখ। জেলায় জেলায় যেমন ঝড়ের দাপট দেখা গিয়েছে, ততটা না হলেও, বৃষ্টিতে ভেজে শহর কলকাতাও। পর পর বেশ কয়েক বার বজ্রপাতের তীব্র শব্দও কানে আসে। সেই আবহেই দুপুর ১টা নাগাদ বিপত্তি বাধে। এদিন দুপুর পৌনে ১টা নাগাদ মেট্রো সিনেমা হল, যা এখন মেট্রো মল নামে পরিচিত, তার মাথায় বজ্রপাত ঘটে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.