তৃণমূল নয়, বাংলায় ১ নং বিজেপি! বিরাট চমক প্রশান্ত কিশোরের
ODD বাংলা ডেস্ক: লোকসভা ভোটের প্রাক্কালে বঙ্গ রাজনীতির জন্য বড়সড় চমকের কথা শোনালেন জাতীয় স্তরের খ্যাতনামা ভোটকুশলী প্রশান্ত কিশোর। এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে পিকে-র দাবি, তৃণমূল নয়, বাংলায় এবার প্রথম হবে বিজেপিই! আর এটাই চমক হবে বলে তাঁর মনে হচ্ছে। সাক্ষাৎকারে তাঁর দাবি, পশ্চিমবঙ্গের ফলাফল নিয়ে দৃঢ়ভাবে কোনও ভবিষ্যদ্বাণী না করলে তৃণমূলের চেয়ে বিজেপি এগিয়ে যাবে, তা প্রায় নিশ্চিত। একদা তৃণমূলের ভোটকুশলীর এহেন ‘মনে হওয়া’কে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন রাজনীতির কারবারিরা।প্রশান্ত কিশোর লোকসভা ভোটে বিভিন্ন রাজ্যের ফলাফল কেমন হতে পারে, তা নিয়ে ভবিষ্যদ্বাণী করছিলেন। তাতেই উঠে আসে পশ্চিমবঙ্গের প্রসঙ্গ। উল্লেখ্য, এ রাজ্যের শাসকদল তৃণমূলের হয়ে একুশের বিধানসভা নির্বাচনের রণকৌশল স্থির করার দায়িত্ব ছিল পিকের সংস্থা আইপ্যাকের উপর। তিনি নিজেও মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ শীর্ষ নেতৃত্বের সঙ্গে বসে স্ট্র্যাটেজি ঠিক করেছিলেন। ভোটের ফল বেরলে দেখা যায়, ২৯৪ আসনের মধ্যে রেকর্ড ২১৩ আসনে জিতে তৃতীয়বার বাংলার ক্ষমতায় আসে তৃণমূল। এখন অবশ্য আর তৃণমূল-পিকের সেই সম্পর্ক আনুষ্ঠানিকভাবে নেই।
Post a Comment