বড় খবর, এবার বাড়িতে বসেই কেদার-বদ্রীতে পুজো, জানুন অনলাইন প্রক্রিয়া
ODD বাংলা ডেস্ক: উত্তরাখণ্ডের চারধাম যাত্রার শুরু হয় বদ্রীনাথ দিয়ে। তারপর কেদরধাম, গঙ্গোত্রী ধামের যাত্রা দিয়ে আচার অনুষ্ঠানের শুরু করেন তীর্থযাত্রীরা। এবার তীর্থযাত্রীদের জন্য চারধামের যাত্রা আরও মসৃণ বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আর তারজন্য শুরু হয়েছে অনলাইনেই রেজিস্ট্রেশনের প্রক্রিয়া। এবার ভক্তদের মনের ইচ্ছে মতো পুজো দেওয়ার জন্যও শুরু হয়েছে অনলাইনেই পুজোর বুকিং। শুধুমত্র পুজোই নয়, মন খুলে দানও করা যাবে অনলাইনেই। প্রত্যেক দিনই কেদারনাথ ধাম এবং বদ্রীনাথ ধামে ভিড় জমান হাজার হাজার তীর্থযাত্রী। অনেকে আবার চারধামের পুজোই শুরু করেন এই দুই মন্দিরে পুজো দিয়ে। কেদারনাথ এবং বদ্রীনাথের মন্দিরে পুজো অর্চনার জন্য অনলাইনে অগ্রিম বুকিং খুবই সহজ প্রক্রিয়ায় করা যাবে। এই দুই মন্দিরে ভক্তরা পুজো, ভোগ, আরতি, পাঠ বুক করার জন্য কয়েকটি পদক্ষেপ অনুসরণ করলেই হয়ে যাবে। মন্দির কর্তৃপক্ষের দ্বারা তীর্থযাত্রীদের জন্য আয়োজন করা হয় এমন স্লট বুক করতে পারবেন তীর্থযাত্রীরা। নিয়ম অনুযায়ী, সেক্ষেত্রে তাদের আলাদা টাকা দিতে হবে। মন্দিরে অনলাইন পুজো এবং অগ্রিমপুজোরস্লটের জন্য আলাদা আলাদা রেট রয়েছে। মূলত ৫১ হাজার টাকা থেকে ২০১ টাকা পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে পুজোর ব্যবস্থা আছে।
Post a Comment