রামনবমীতে অযোধ্যায় 'সায়েন্টিফিক সূর্যতিলক'
ODD বাংলা ডেস্ক:দেশজুড়ে ধুমধাম করে পালিত হচ্ছে রামনবমী। অযোধ্যায় এ বছর সাড়ম্বরে পালিত হচ্ছে এই উৎসব। ৫০০ বছর পর রাম মন্দিরে পালিত হচ্ছে রামনবমী। ফলে রাম ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে। এদিন রাম মন্দিরে একগুচ্ছ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রয়েছে বৈজ্ঞানিক সূর্যতিলক অনুষ্ঠান।বুধবার সকাল রামনবমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক্স হ্যান্ডেলে মনের ভাব ব্যক্ত করে লেখেন, 'দেশজুড়ে আমার পরিবারের সকলকে শ্রীরামের জন্মোৎসব রামনবমীর অনের শুভেচ্ছা। এই পবিত্র উৎসবের দিন আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি। নিজেকে কৃতার্থ মনে করছি। এটা শ্রীরামের কৃপা, এ বছর আমি কোটি কোটি দেশবাসীর সঙ্গে অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সাক্ষী থাকতে পেরেছি। অযোধ্যানগরীর সেই স্মৃতি এখনও আমার মনের মণিকোঠায় গাঁথা রয়েছে।'
Post a Comment