নতুন আর্থিক বর্ষে বড় ঘোষণা RBI-এর


ODD বাংলা ডেস্ক: রেপো রেট নিয়ে বড় ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়া। তিন দিনের বৈঠকের পর RBI রেপো রেট নিয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযারী রেপো রেট স্থির থাকছে 6.50 শতাংশে। এই নিয়ে টানা সপ্তম বার রেপো রেট স্থির রাখা হল। এর মানে হল গ্রাহকদের হোম লোনের উপর খুব বেশি প্রভাব এই মুহূর্তে পড়বে না। হোম লোনের গ্রাহকেরা 2022 থেকে রেপো রেট বৃদ্ধি নিয়ে খুব চিন্তিত। মে 2022 এ রেপো রেট ছিল 4 শতাংশে, যা কিনা 2 বছরে বেড়ে গিয়েছে 2.5 শতাংশ। যার জেরে গ্রাহকদের হোম লোনে সুদের হারও কমপক্ষে 2 শতাংশ বেড়েছে। ফলে EMI -তে আগের তুলনায় বেশি টাকা দিতে হচ্ছে আমজনতাকে। এই বৈঠকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেহেতু রেপো রেট স্থির রেখেছে, তাই আপাতত হোম লোনেও সুদের হার কমছে না। তবে স্বস্তির বিষয় হল রেপো রেট বাড়লে হোম লোনেও সুদের হার বাড়ত, কিন্তু তাও হয়নি। অর্থাৎ EMI বাড়ছে না। এমন পরিস্থিতিতে হোম লোনে সুদের হার একই থাকছে বলে ধরে নেওয়া যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছরের অগাস্ট নাগাদ রেপো রেট কমতে পারে। সেক্ষেত্রে হোম লোনে স্বস্তি পাওয়া যাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.