এসে গেল দেশের প্রথম স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস, কোন রুটে চলবে, ভাড়া কত, জানুন
ODD বাংলা ডেস্ক: বন্দে ভারত এক্সপ্রেস যে ভারতীয় রেলের গর্ব রয়েছে তাতে কোনও সন্দেহ নেই। গত কয়েক বছরে প্রায় ৫০টির কাছাকাছি বন্দে ভারত সারা দেশের বেশিরভাগ রাজ্যগুলোকে স্পর্শ করেছে। তবে এখন পর্যন্ত যে কটি বন্দে ভারত এক্সপ্রেস চলছে, সেগুলোর সবচেয়ে বড় খামতি হল এগুলো সবকটিই চেয়ার কার। অর্থাৎ ট্রেনে শোওয়ার কোনও ব্যবস্থা নেই। সেই কারণে রেলও ট্রেনগুলোকে ১০-১২ঘণ্টার বেশি দূরত্বে সফর করাতে পারছে না। এই সমস্যা থেকে মুক্তি দিতেই আসছে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস। আগ্রা ফোর্ট-গোরখপুর বন্দে ভারত সপ্তাহে ৬ দিন চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এই ট্রেনটি গোরখপুর থেকে আগ্রার দূরত্ব প্রায় ১০ ঘন্টায় অতিক্রম করবে। বর্তমানে এই রুটে চলা এক্সপ্রেস ট্রেন পাড়ি দিতে সময় নেয় প্রায় ১৩ ঘণ্টা। এমন পরিস্থিতিতে স্লিপার বন্দে ভারত ট্রেন চালু হলে সময়ও বাঁচবে। প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, এটি গোরখপুর থেকে ছেড়ে লখনউ, আইশবাগ-কানপুর হয়ে আগ্রা ফোর্টে পৌঁছাবে।স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসের এই ট্রেনের রুট, ভাড়া এবং সময় এখনও জানানো হয়নি। তবে জানা গিয়েছে, সাধারণ মানুষের কথা মাথায় রেখে, এই ট্রেনের রুট সেট করা হতে পারে। যাতে মধ্যবিত্তরাও স্লিপার বন্দে ভারতে ভ্রমণ করতে পারে।
Post a Comment