মোদীর রোড শো-এ দুর্ঘটনা! ভিড়ে স্টেজ ভেঙে আহত একাধিক


ODD বাংলা ডেস্ক: মধ্য প্রদেশের জবলপুরে প্রধানমন্ত্রীর রোড শো চলাকালীন দুর্ঘটনা। ভেঙে পড়ল স্টেজ। তিন থেকে পাঁচজন গুরুতর আহত হয়েছেন বলে খবর। তাঁদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে দেখতে মধ্য প্রদেশের জবলপুরে উপচে পড়েছিল জনতার ভিড়। সেখানে কাটঙ্গা-গোরক্ষপুর এলাকায় রোড শো করছিলেন নরেন্দ্র মোদী। বিপুল সংখ্যক মানুষ ভিড় হয়েছিল এই রোড শোতে। ভিড়ের চাপে কার্যত পদপিষ্ট পরিস্থিতি তৈরি হয়। ধাক্কাধাক্কি এবং প্রবল চাপে ভেঙে পড়ে স্টেজ। এর ফলেই এই বিপত্তি। জবলপুরের কাটঙ্গা-গোরক্ষপুর এলাকার ওই রোড শোতে বাঙালি কমিউটিনির জন্য ওই স্টেজটি তৈরি করা হয়েছিল বলে খবর। সেটি ভেঙে পড়ায় এলাকায় হুড়োহুড়ি পড়ে যায়। যাতে আরও কিছু মানুষ আহত হন। আয়োজকরা আগে থেকেই উপচে পড়া ভিড়ের আশঙ্কা করেছিল। সেইমতো রাস্তার দু'পাশে নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে আসে স্থানীয় বাসিন্দা এবং BJP কর্মী-সমর্থকদের জন্য আলাদা আলাদা মঞ্চ তৈরি করা হয়েছিল। সূত্রের খবর, মাত্রাতিরিক্ত ভিড়ের চাপে তিনটি এমন স্টেজ ভেঙে পড়ে। এর ফলে অনেকেই হুড়মুড়িয়ে পড়ে যান। আতঙ্ক তৈরি হয়ে এবং সকলেই সেখান থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকেন। এতেই পদপিষ্ট পরিস্থিতি তৈরি হয়। বের হওয়ার জন্য অত্যন্ত সরু ছিল রাস্তা। ফলে তাড়াহুড়ো একে অপরকে ধাক্কা দিতে বিপত্তি ঘটে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.