রাজ্যের মর্যাদা ফেরত পাবে কাশ্মীর, বার্তা মোদীর
ODD বাংলা ডেস্ক: কাশ্মীরে বিধানসভা নির্বাচন আর বেশি দেরি নেই। রাজ্যের মর্যাদা ফিরে পাওয়া স্রেফ সময়ের অপেক্ষা। শুক্রবার জম্মুর উধমপুরের একটি সভায় গিয়ে প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেসকে তোপ দেগে প্রধানমন্ত্রীর বক্তব্য, ক্ষমতার লোভে ৩৭০ ধারা প্রাচীর তৈরি করে রেখেছিল তারা। ২০১৯ সালের ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা খর্ব করার পাশাপাশি উপত্যকার পূর্ণ রাজ্যের মর্যাদাও কেড়ে নেওয়া হয়। জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে নিয়ে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়। ৩৭০ ধারা বাতিলকে আইনি প্রক্রিয়া বলে রায় দেয় সুপ্রিম কোর্ট। তবে শীর্ষ আদালত সাফ জানিয়ে দেয়, দ্রুত পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে কাশ্মীরকে। চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যেই সেরাজ্যে বিধানসভা নির্বাচন করতেও নির্দেশ দেওয়া হয়।উধমপুরের সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, “মোদী অনেক দূর পর্যন্ত ভাবে। কাশ্মীরে বিধানসভা নির্বাচন হতে আর বেশি দেরি নেই। সেই সঙ্গে রাজ্যের মর্যাদাও ফিরে পাবে কাশ্মীর। আপনাদের মন্ত্রী আর বিধায়কদের সঙ্গে নিয়ে একজোট হয়ে স্বপ্ন দেখবেন।”
Post a Comment