মহাকালেশ্বর মন্দিরে তরুণীদের রিলস বানানো নিয়ে বিবাদ! নিরাপত্তাকর্মীদের মারধরের অভিযোগ
ODD বাংলা ডেস্ক: সাম্প্রতিক সময়ে টিনেজারদের মধ্য়ে রিলস বানানো যেন অভ্য়াসে দাঁড়িয়েছে! শুধু টিনেজার বললে অবশ্য একটু ভুল বলা হবে, বয়স্কদের মধ্যে রিলস বানানোর প্রবণতা নেহাত কম নয়। পথেঘাটে, হাটেবাজারে, ঘুরতে গিয়ে রিলস না বানালেই যেন নয়!যে কোনও মুহূর্তকে ক্যামেরাবন্দি করে আর একটু পরিষ্কার করে বললে ভিডিয়ো করে রিলস-এর আকারে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা। আর তারপর হাজার হাজার লাইক-কমেন্টর কুড়োনোর আশায় বুক বাঁধা, এই হল উদ্দেশ্য়। সারা দিনে সোশ্য়াল মিডিয়ায় ঘোরাফেরা এরকম কোটি কোটি রিলস। তার মধ্য়ে বহু রিলস ভাইরাল হয়, কোনওটা প্রশংসার গুণে কোনওটা আবার নিন্দার জন্য। তবে রিলস করতে গিয়ে সাম্প্রতিক সময়ে অনেত দুর্ঘটনার খবরও সামনে আসছে। এবার মধ্য প্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে রিলস তৈরি নিয়ে বিবাদ। মহাকালেশ্বর মন্দিরে একদল তরুণীর রিলস তৈরি নিয়ে বিবাদ। মন্দিরের নিরাপত্তা কর্মীদের তাঁদের হাতাহাতি হয় বলে অভিযোগ। থানায় অভিযোগও দায়েকর হয়েছে। সামনে এসেছে ঘটনার সিসিটিভি ফুটেজ।
Post a Comment