নজিরবিহীন! যৌন নিগ্রহে অন্তঃসত্ত্বা নাবালিকাকে ৩০ সপ্তাহে গর্ভপাতের সুপ্রিম অনুমতি
ODD বাংলা ডেস্ক: সোমবার ধর্ষণের শিকার ১৪ বছরের নাবালিকার ৩০ সপ্তাহের গর্ভাবস্থার অবিলম্বে চিকিৎসা বন্ধ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বম্বে হাইকোর্টের রায়কে কার্যত উড়িয়ে নাবালিকার পক্ষেই রায় দিল দেশের শীর্ষ আদালত।প্রসঙ্গত উল্লেখ্য, মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি অ্যাক্টের বিধানের অধীনে, ২৪ সপ্তাহের গর্ভকালীন সময়ের বাইরে গর্ভধারণ বন্ধ করতে গেলে আদালতের অনুমতির প্রয়োজন। সেইমতো ২৮ সপ্তাহের গর্ভধারণ বন্ধ করার অনুমতি চেয়ে বম্বে হাইকোর্টে আবেদন জানায় নাবালিকার পরিবার। তবে বম্বে হাইকোর্ট নাবালিকাকে তার গর্ভধারণ বন্ধ করার অনুমতি দিতে অস্বীকার করে। বম্বে হাইকোর্ট বলে যে, নাবালিকার গর্ভাবস্থা একটি উন্নত পর্যায়ে রয়েছে এবং এটি বন্ধ করার ফলে একটি সম্পূর্ণ বিকশিত ভ্রুণের হত্যা করা হবে। বম্বে হাইকোর্টে অনুমতির আবেদন খারিজ হওয়ার পর সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নাবালিকার মা।
Post a Comment