সূর্যবংশী রামলালার কপাল ছুঁয়ে গেল সূর্যরশ্মি
ODD বাংলা ডেস্ক: এই রামনবমীতে সূর্যবংশী রামলালার কপাল ছুঁয়ে গেল সূর্যের আলো। সূর্যতিলক সম্পন্ন হল অযোধ্যার রাম মন্দিরে। আরপ সেটা প্রত্যক্ষ করলেন লক্ষ লক্ষ পূন্যার্থী। কেউ অযোধ্যায় কেউ নিজের বাড়িতে বসেই সেই মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকলেন।রামনবমীতে ঐতিহাসিত সূর্যতিলক হল অযোধ্যার রাম মন্দিরে। আজ তাঁর জন্মদিন। সেই বিশেষ দিনকে আরও বিশেষ করে রাখতে এই সূর্যতিলকের আয়োজন করেছিল অযোধ্যা মন্দির কর্তৃপক্ষ। ১২টা বেজে ১৬ মিনিট থেকে শুরু হয় এই সূর্যতিলক প্রক্রিয়া। চার মিনিট স্থায়ী হয়েছিল সেটি। এই পুরো কাজটি সম্পন্ন করতে বিজ্ঞানীদের বিশেষ ভূমিকা ছিল। সূর্যের কিরণ রামলালাক কপাল পর্যন্ত পৌঁছে দিতে একাধিক লেন্স এবং আয়নার ব্যবহার করেছেন বিজ্ঞানীরী। তারসঙ্গে চলে আরতি, শঙ্খধ্বনিতে মুখোরিত হয়ে ওঠে রামমন্দির প্রাঙ্গন। এই মােহন্দ্রক্ষণের সাক্ষী থাকার জন্য সকাল থেকে ভিড় করেছিলেন পূন্যার্থীরা।
Post a Comment