টানা ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষ, না ফেরার দেশে অভিনেত্রী
ODD বাংলা ডেস্ক: বিনোদন দুনিয়ায় একের পর এক দুঃসংবাদ। প্রয়াত জনপ্রিয় থিয়েটারকর্মী, অভিনেত্রী ও দূরদর্শনের প্রাক্তন সংবাদ পাঠিকা আভেরী চৌরে। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন শিল্পী। এরপর হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। টানা ১২ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই। চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও শারীরিক অবস্থার অবনতি ঘটে তাঁর। সোমবার প্রয়াত হন শিল্পী। একটা সময় তিনি তাঁর কর্মকাণ্ডের মাধ্যমে নজর কাড়েন সকলের। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী-বিদীপ্তা চক্রবর্তীর সোশ্যাল মিডিয়ায় শিল্পীর মৃত্যুর খবর জানিয়েছেন।দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন শিল্পী। প্রায় ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করেছিলেন তিনি। কেবল থিয়েটার কর্মী বা অভিনেত্রী হিসেবে নয়, তাঁর রেডিয়োতে করা কিছু কাজও মন ছুঁয়ে গিয়েছে সকলের। দূরদর্শনে তাঁর কণ্ঠের অগণিত ভক্ত রয়েছে আজও। থিয়েটারের মঞ্চে যেমন দাঁপিয়ে বেরিয়েছেন, তেমনই আবার দেশ-দুনিয়ার প্রতিটি মুহূর্তের খবর হাতের মঠোয় বন্দি রেখে নিজেকে অনন্য করে তুলেছেন সকলের কাছে। একটা সময় সংবাদ পাঠের মাঠ্যমে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন নানা খবর। তাঁর মৃত্যু ইন্ডাস্ট্রির অপূরণীয় ক্ষতি।
Post a Comment