কিছুক্ষণের মধ্যেই ৩ জেলায় ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস
ODD বাংলা ডেস্ক: গরমে রীতিমতো হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ। ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জ্বালাচ্ছে, পোড়াচ্ছে। কিন্তু, সপ্তাহের প্রথম দিনেই কিছুটা স্বস্তি দেওয়ার মেজাজে রয়েছে আবহাওয়া। রাজ্যের তিনটি জেলায় এদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার শহর কলকাতাতে ফিরবে কিছুটা স্বস্তি! বৃষ্টি না হলেও সোম এবং মঙ্গলবার তাপমাত্রা কিছুটা কম থাকবে। ফলে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। এদিন শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল অর্থাৎ রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ২৮ শতাংশ।সোম এবং মঙ্গলবার তাপমাত্রা কিছুটা কমবে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায়, তিনটি জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এই জেলাগুলি ঝাড়গ্রাম, পূর্ব, পশ্চিম মেদিনীপুর। বুধবার থেকে ফের একবার তাপপ্রবাহ বাড়বে। বৃহস্পতিবার তীব্র তাপপ্রবাহ বা চরম তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে একাধিক জেলায়। এই জেলাগুলি হল- ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান।
Post a Comment