আজ মোদী-মমতার দুরন্ত রোড শো, আজ কোন রাস্তা ধরবেন
ODD বাংলা ডেস্ক: ৫৫ মিনিটের ব্যবধানে উত্তর কলকাতায় কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কলকাতা উত্তরের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা দক্ষিণের প্রার্থী মালা রায়ের সমর্থনে মঙ্গলবার বিকাল ৫টায় এন্টালি থেকে পদযাত্রা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা। পদযাত্রা করে তিনি যাবেন বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত। তার ঠিক ৫৫ মিনিট পর উত্তর কলকাতায় শুরু হবে মোদীর কর্মসূচি এবং রোড-শো। ৫টা ৫৫ মিনিটে শ্যামবাজারে নেতাজির মূর্তিতে মাল্যদান করে যাত্রা শুরু করবেন মোদী। হাতিবাগান হয়ে বিবেকানন্দ রোড এবং বিধান সরণির সংযোগস্থলে আসবে প্রধানমন্ত্রীর রোড-শো। সেই আবহে ভিড় এবং নিরাপত্তার কথা মাথায় রেখে নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রশাসনও।প্রশাসনের সূত্রে খবর, মঙ্গলবার দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত বিধান সরণিতে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। ওই সময়ের মধ্যে কলকাতার ১১ ফারলং রোড, খিদিরপুর রোড, রেড রোড, আর আর অ্যাভিনিউ, গিরিশ অ্যাভিনিউ, কেভিভি অ্যাভিনিউ, এনকে সাহা লেন, উদ্বোধন লেন, ভূপেন বোস অ্যাভিনিউ, শ্যামবাজার পাঁচ মাথার মোড়, বিধান সরণি, কলেজ স্ট্রিট, অরবিন্দ সরণি, বিডন স্ট্রিট, বিবেকানন্দ রোড, গিরিশ পার্ক ক্রসিং, বি বি গাঙ্গুলি স্ট্রিট, লালবাজার স্ট্রিট, বিবাদি বাগের পূর্বের রাস্তা এবং পুরনো কোর্ট হাউসের সামনের রাস্তায় যে কোনও ধরনের পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। উল্লিখিত রাস্তাগুলিতে যাত্রিবাহী গাড়ির চলাচল বা পার্কিং নিয়ন্ত্রণ করা হবে। প্রয়োজনে গাড়ি চলাচল এবং পার্কিং বন্ধ করা হতে পারে। সাময়িক ভাবে বন্ধ থাকবে ট্রাম পরিষেবাও।
Post a Comment