সন্দেশখালিতে ভোটের আগেই শাহজাহানের নামে চার্জশিট ইডির
ODD বাংলা ডেস্ক: আগামী ১ তারিখ সন্দেশখালিতে ভোট। শেষ দফার ভোটগ্রহণ সন্দেশখালিতে। তার আগেই সন্দেশখালির বাঘ শাহজাহান শেখের বিরুদ্ধে চার্জশিট দিল ইডি। জোড়া চার্জশিেট শাহজাহান শেখের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক তথ্য দেওয়া হয়েছে।শাহজাহান শেখের উত্থানের নেপথ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মন্তী জ্যোতিপ্রিয় মল্লিক। ২০১৩ সালের পর থেকেই জ্যোতিপ্রিয় মল্লিকের মদতে উত্থান হয় শাহজাহান শেখের। মন্ত্রীর মদতেই সন্দেশখালিতে দাপিয়ে বেড়াতেন শাহজাহান শেখ। ৩৮ পাতার চার্জশিটে শাহজাহান শেখের বিপুল সম্পত্তিরও উল্লেখ করেছে ইডি।
Post a Comment