‘অ্যানিম্যাল’কে পিছনে ফেলে দিল 'লাপাতা লেডিজ'!
ODD বাংলা ডেস্ক: ‘আলফা মেল’ রণবীরের ‘অ্যানিম্যাল’কে হারিয়ে দিল কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিজ’।জানেন কীভাবে? ওয়েব প্ল্যাটফর্মের দর্শকদের সৌজন্যে। চলতি বছরের শুরুতেই নেটফ্লিক্সে মুক্তি পায় ‘অ্যানিম্যাল’। অডিয়েন্স ভিউর নিরিখে মাত্র এক মাসেই তাকে ছাপিয়ে গেল ‘লাপাতা লেডিজ’। তবে বক্স অফিসের হিসেব ধরলে ‘অ্যানিম্যাল’-এর ব্যবসার ধারেকাছে ‘লাপাতা লেডিজ’-এর আয় নেই। ছবির আয় তেইশ কোটি টাকার একটু বেশি। কিন্তু নেটফ্লিক্সে গল্প আলাদা। সেখানে প্রথম মাসে ‘অ্যানিম্যাল’-এর ভিউ ছিল ১৩.৬ মিলিয়ন। আর ‘লাপাতা লেডিজ’ দেখে ফেলেছেন ১৩.৮ মিলিয়ন দর্শক।
Post a Comment