কলকাতায় কোড শো করবেন মোদী, একাধিক পথে নিয়ন্ত্রিত যান চলাচল
ODD বাংলা ডেস্ক: লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণের আগে আজ কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচারের সময়ে শহরে যাতে নির্বিঘ্নেযান চলাচল নিশ্চিত করা যায়, তার জন্য বিশেষ ট্রাফিক অ্যাডভাইসরি জারি করেছে কলকাতা পুলিশ। এই মর্মে এর বিবৃতি জারি করে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেন, ''২৮ এবং ২৯ মে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী কলকাতা সফরে আসবেন। এই সময়ে শহরের জনসাধারণের সুরক্ষা এবং সুবিধার কথা বিবেচনা করে, আমি, কলকাতা পুলিশের কমিশনার বিনীত কুমার গোয়েল এতদ্বারা আদেশ দিচ্ছি যে ২৮ এবং ২৯ মে কলকাতা শহরে যানবাহনের চলাচল এবং পার্কিং নিয়ন্ত্রিত হবে।'' মঙ্গলবার বিকেল ৩টে থেকে রাত ৯টা এবং বুধবার সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অথবা মোদীর সফর শেষ না হওয়া পর্যন্ত কলকাতার কিছু জায়গায় সব ধরনের পণ্যবাহী যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে।
Post a Comment