রেমাল যেতে না যেতেই বর্ষা নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস, চিন্তা বাড়ল পূর্বাভাসে

ODD বাংলা ডেস্ক: ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে তছনছ হয়েছে বাংলার বিস্তীর্ণ অঞ্চল। ভারী বৃষ্টিতে ভেসেছে কলকাতা। এরই মাঝে বর্ষার আগমন ঘনিয়ে এসেছে। এই আবহে সোমবার বর্ষা নিয়ে বড় আপডেট দিল আইএমডি। এর জেরে কপালে চিন্তার ভাঁজ পড়েছে দেশের একটা বড় অংশে। মৌসম ভবন জানিয়েছে, এবছর ভারতে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বর্ষাকালে। ভারতে বর্ষাকালে বৃষ্টির দীর্ঘমেয়াদী গড় ৮৭ সেন্টিমিটার। সেই গড়ের ১০৬ শতাংশ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আইএমডি। আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্ষার শুরুতে এল নিনোর পরিস্থিতি দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে বর্ষায় ভালো বর্ষণ হবে। তবে এরই সঙ্গে এবার বর্ষার সময় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে বলেও জানিয়েছে মৌসম ভবন। IMD সূত্রে খবর, জুন মাসে তাপপ্রবাহের প্রকৃতি বদলাতে পারে। উত্তর-পশ্চিম ভারতে প্রচণ্ড তাপদাহ দেখা যেতে পারে। দিনের বেলায় গরম লাগতে পারে। বাতাসে আর্দ্রতা থাকতে পারে। তাই তাপমাত্রা বেশি হবে। বর্ষায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ায় তাই অস্বস্তিতে পড়বে দেশের একটা বড় অংশ।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.