রিমেলের আগেই কলকাতায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি
ODD বাংলা ডেস্ক: রবিবার রিমেল ঝড়ের প্রভাব পড়ার কথা কলকাতায়। তার আগেই তুমুল বৃষ্টি নামল কলকাতার বেশ কিছু অংশে। শনিবার দুপুরের দিকেই কলকাতার বাইপাস সংলগ্ন বেশ কিছু অংশে বৃষ্টি নামল। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বর্তমানে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ৪৪০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পূর্ব, বাংলাদেশের খেপুপাড়া থেকে ৪৪০ কিলোমিটার দক্ষিণ এবং ক্যানিং থেকে ৪৮০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পূর্বে অবস্থান করছে নিম্নচাপ। শনিবার রাতেই সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানানো হয়েছে। এর আগেই কলকাতার বেশ কিছু অংশে প্রবল বৃষ্টিপাত শুরু হয়ে গেল। আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, এই ঝড়-বৃষ্টিকেই এখনই রিমেলের প্রভাব বলা যাবে না। রিমেল কলকাতা থেকে এখনও অনেকটাই দূরে রয়েছে। কলকাতার বেশ কিছু অংশে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হতে পারে। তবে রিমেল ঘূর্ণিঝড় শহরে ঢুকতে এখনও অনেকটাই দেরি আছে। শনিবার সন্ধ্যায় এই ঘূর্ণিঝড় নিয়ে সার্বিক আপডেট দেওয়া হবে।
Post a Comment