হিটস্ট্রোকে আক্রান্ত শাহরুখ খান! ভর্তি হাসপাতালে
ODD বাংলা ডেস্ক: হাসপাতালে ভর্তি বলিউড বাদশা। আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। আইপিএল ম্যাচ দেখতে মঙ্গলবারই সেখানে পৌঁছান তিনি। সূত্রের খবর, বলিউড সুপারস্টার শাহরুখ খান অসুস্থ হয়ে আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি হয়েছেন। অভিনেতার হঠাৎ হাসপাতালে ভর্তি হওয়া তাঁর ভক্তদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। বুধবার দুপুর ২টোয় হাসপাতালে ভর্তি হন কিং খান।সূত্রের খবর, শাহরুখ খান প্রথম আইপিএল প্লে অফ ম্যাচ দেখতে আহমেদাবাদে গিয়েছিলেন। ইভেন্ট চলাকালীন, প্রচণ্ড গরমের কারণে তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হন। যার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। এবং পরবর্তীকালে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
Post a Comment