ধর্নায় বসলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ! ঠিক কী অভিযোগ প্রাক্তন বিচারপতির?
ODD বাংলা ডেস্ক: তমলুক লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ধর্নায় বসলেন ময়না এলাকায়। আঙুল তুললেন পুলিশের দিকে। ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দার আপ্ত সহায়কের বাড়িতে পুলিশি তল্লাশির প্রতিবাদে সেখানে গিয়ে ধর্নায় বসেন অভিজিৎ। তাঁর অভিযোগ, ময়না পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম গুরু ‘মিসিং’ রয়েছেন। শুক্রবার রাত থেকে তাঁর দুটো ফোনে বহুবার ফোন করা হয়েছে। কিন্তু ফোন তোলেননি তিনি। গৌতমের স্ত্রীর কাছ থেকে এই অভিযোগ পেয়েই তাঁর বাড়িতে চলে যান তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী। তিনি গৌতমের বাড়ির সামনেই ধর্নায় বসে পড়েন।
Post a Comment