অস্ত্রপোচার হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কেমন আছেন তিনি
ODD বাংলা ডেস্ক: লোকসভা ভোট শেষ হওয়ার পরই বিরতির কথা ঘোষণা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিকিৎসার প্রয়োজনেই যে ‘ছুটি’ নিচ্ছেন, সে কথাও জানিয়েছিলেন তিনি। সেই ঘোষণার চারদিন পরই জানা গেল হাসপাতালে ভর্তি অভিষেক। তাঁর অফিসের তরফে এখনও কিছু জানানো হয়নি, তবে রবিবার দুপুরে বাইপাসের এক বেসরকারি হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে অভিষেকের শারীরিক অবস্থার কথা জানানো হয়। পরে বিকেল সাড়ে ৩টেয় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাঁকে। হেঁটে গিয়ে গাড়িতে ওঠেন তিনি। এর আগে চোখে অস্ত্রোপচার হয়েছে তাঁর। চোখের চিকিৎসার জন্য বিদেশেও ছুটে যেতে হয় তাঁকে। ২০২২ সালে আমেরিকায় ৭ ঘণ্টা ধরে তাঁর চোখে একটি অপারেশন করা হয়েছিল। তবে এবার ঠিক কী কারণে হাসপাতালে ভর্তি হতে হল অভিষেককে, তা স্পষ্ট নয়।
Post a Comment