অযোধ্যা রাম মন্দিরের বড় বিপর্যয়! প্রয়াত পবিত্রকরণের মূল পুরোহিত
ODD বাংলা ডেস্ক: অযোধ্যা রাম মন্দিরের বড় বিপর্যয়। সম্মানিত প্রধান পুরোহিত আচার্য লক্ষ্মীকান্ত দীক্ষিত শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। লক্ষ্মীকান্ত দীক্ষিত অযোধ্যা রাম মন্দির উদ্বোধন ও পবিত্রকরণ অনুষ্ঠানে মূল ভূমিকা পালন করেছিলেন। মণিকর্ণিকা ঘাটে প্রয়াত লক্ষ্মীকান্ত দীক্ষিতের শেষকৃত্য হওয়ার কথা রয়েছে। অযোধ্যা রাম মন্দিরে লক্ষ্মীকান্ত দীক্ষিতের প্রভাব ছিল যথেষ্ট। ২২ জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরে ভগবান রামের মূর্তির অভিষেক অনুষ্ঠানের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন। সেই সময় লক্ষ্মীকান্ত দীক্ষিতই ছিলেন প্রধান পূজারী। মহারাষ্ট্রের সোলাপুর জেলার বাসিন্দা ছিলেন। লক্ষ্মীকান্ত দীক্ষিত বারাণসীর সম্মিত পণ্ডিতদের মধ্যে অন্যতম। তাঁর স্বীকৃতি ছিল ব্যপক। তাঁর পরিবার কয়েক প্রদন্ম ধরেই পণ্ডিত হিসেবে প্রতিষ্ঠিত রয়েছে।লক্ষ্মীকান্ত দীক্ষিতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
Post a Comment