অম্বুবাচী ২০২৪ তিথি ২৫ জুন কখন ছাড়ছে, জেনে নিন
ODD বাংলা ডেস্ক: বাংলার প্রচলিত কথনে বলা হয়, ‘কিসের বার, কিসের তিথি, আষাঢ়ের সাত অম্বুবাচী।’ আষাঢ় মাস শুরুর এক সপ্তাহ পর থেকে শুরু হয় অম্বুবাচী তিথি। সেই অনুযায়ী প্রতিবারই আষাঢ়ের ৭ তারিখে পালিত হয় অম্বুবাচী তিথি। অম্বুবাচী তিথি ঘিরে কিছু বিশেষ রীতি পালনের প্রচলন রয়েছে হিন্দু সমাজে। গত ২২ তারিখ থেকে অম্বুবাচী পড়ছে। আর তার তিথি কবে শেষ হবে, দেখা যাক।অম্বুবাচী তিথি শুরু হয়েছে গত ২২ জুন থেকে। সেই দিন বাংলার ৭ আষাঢ় ছিল। এরপর অম্বুবাচী শেষ হবে ১০ আষাঢ় অর্থাৎ ২৫ জুন। ২৫ জুন মঙ্গলবার অম্বুবাচী তিথি শেষ হবে। ২৫ জুন রাত ৮.১৮ মিনিটে অম্বুবাচী তিথি সমাপন হবে।
Post a Comment